শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আউট হওয়ার পর প্যাভেলিয়ানের ফিরে যাওয়ার সময় হাত নেড়ে দর্শকদের ধন্যবাদ জানান ক্রিস গেইল। নিজের গ্লাভস দেন দর্শকদের। তাতেই জল্পনা জমে ওঠে, আন্তর্জাতিক ক্যারিয়ারের কি তবে ইতি টানছেন ক্যারিবিয়ান এই ব্যাটিং দানব? সেই জল্পনায় জল ঢাললেন গেইল নিজেই। জানিয়ে দিলেন, এখনই অবসরের চিন্তা নেই তার।
বোলিংয়ের সময় ডেভিড ওয়ার্নারের পকেটে হাত দিয়ে মজা করেন। তার বলে আউট হওয়ায় দৌড়ে গিয়ে মিচেল মার্শকে জড়িয়ে ধরেছেন। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের দেওয়া গার্ড অব অনারও হাসিমুখে নিয়েছেন গেইল। এর সবই বিদায়ের ইঙ্গিত দেয়।
কিন্তু সবাইকে বোকা বানিয়ে পরে গেইল বললেন, “বেশ মজা হল আজকে। বাকি সব কিছু বাদ দিন। আমি ভক্তদের সঙ্গে কথা বলছিলাম। এটাই বিশ্বকাপে আমার শেষ ম্যাচ নয়। আমি আরও একটা বিশ্বকাপ খেলতেই পারি। কিন্তু আমার মনে হয় না সেটা হবে। আমি অবসর ঘোষণা করিনি। জ্যামাইকাতে ঘরের মাঠে একটা ম্যাচ খেলতে চাই, যাতে সেখানকার মানুষকে বলতে পারি—ধন্যবাদ তোমাদের সকলকে।”
এর আগে ২০১৯ সালে গেইল দুইবার অবসর ঘোষণা দিয়েও ফিরে আসেন। ২০১৪ সালের পর আর টেস্ট ম্যাচ খেলেননি তিনি। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালে।