• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫

গেমিংয়ের জন্য দারুণ যে ফোনটি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৬, ২০২৩, ১২:০২ পিএম
গেমিংয়ের জন্য দারুণ যে ফোনটি

স্মার্টফোনে গেম খেলা এখনের তরুণদের এক অভ্যাস। বিশেষ করে করোনা মহামারির সময় সারাক্ষণ ঘরে থেকে এ প্রবণতা বেড়েছে। ফোন কেনার সময় অনেকেই এখন পরখ করেন গ্যাজেটটি গেমিংয়ের জন্য কতটা যুৎসই। গেম খেলার জন্য ইদানিং অনেকের প্রিয় হয়ে উঠেছে ইনফিনিক্সের হট থার্টি স্মার্ট ফোনটি।  

এ ফোনে আছে উদ্ভাবনী ডিজাইন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও আরও কিছু বিশেষত্ব।

ইনফিনিক্স হট থার্টি ফোনে শক্তিশালী গেমিং প্রসেসর হেলিও জি এইটিএইট আছে। মিডিয়াটেকের এই প্রসেসর গেমিংয়ের জন্য অনন্য।

স্ক্রিন ভালো না হলে গেম খেলা মাটি। এ জন্য ইনফিনিক্সের এই ফোনটিতে আছে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৭৮ ইঞ্চি পারফোরেটেড স্ক্রিন। এটি টাচ রেসপন্সে দারুণ কার্যকর। এ জন্য এর ইউজাররা গেম খেলার জরুরি মুহূর্তে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারেন।

স্মার্টফোনে গেম খেলার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাটারির সক্ষমতা। এক্ষেত্রে ইনফিনিক্স হট থার্টি অনেক এগিয়ে। এই ফোনে আছে ৫০০ এমএএইচ-এর একটি ব্যাটারি। এটি ৫ পারসেন্ট চার্জ থাকলেও দুই ঘণ্টা পর্যন্ত সচল থাকে।

অনেকক্ষণ গেম খেলতে ও অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটলে অংশ নেওয়া গেমারদের জন্য এই হট থার্টি ফোনের ফিচারগুলোতে নতুনত্ব বহু।

 

Link copied!