গুগল নিয়ে আসছে তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’। নতুন কিছু খোঁজা, কারও সঙ্গে কথা বলা কিংবা গুগল ব্যবহারকারীর আদেশ অনুযায়ী কাজ করা— সবই করবে এই ‘জেমিনি’। গুগল সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থার সিইও সুন্দর পিচাই নতুন এই প্রযুক্তি সম্পর্কে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
জেমিনি অেবশ্য এখনও তা পরীক্ষা-নিরীক্ষার পর্যায়েই রয়েছে। গুগলের এই ‘এআই’ মডেল ‘জেমিনি ১.৫ প্রো’ অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও একই রকমভাবে কাজ করবে। সব ঠিক থাকলে চলতি বছর জুলাই মাস থেকেই ‘জেমিনি’ তার কাজ শুরু করবে।
নতুন এই ফিচারে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে?
১) গুগলের নতুন জেমিনি (১.৫ প্রো) ইন্টারনেট ব্যবহার সম্পর্কে অনেক বেশি দক্ষ। এই কৃত্রিম বুদ্ধিমত্তা ১৫০০ পাতার বই আত্মস্থ করে ব্যবহারকারীকে সহজ ভাষায় বুঝিয়ে দিতে পারে।
২) আগে যে কটি ভাষায় জেমিনির অনুবাদ করতে পারত, তার সঙ্গে এখন নতুন আরও ৩৫টি ভাষা যুক্ত হয়েছে।
৩) অ্যাপলের আইফোনে যেমন ‘সিরি’ রয়েছে, তেমন গুগলের ক্ষেত্রে একই রকমভাবে সব দায়িত্ব সামলাবে ‘জেমিনি’।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































