আরও এক দফা বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে, যা কোম্পানির মোট কর্মীর প্রায় ৪ শতাংশ। অন্যদিকে এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে কোম্পানিটি।
মাইক্রোসফটের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা চলমান বাজার পরিস্থিতিতে কোম্পানিকে সর্বোচ্চ সফলতার জন্য উপযুক্তভাবে প্রস্তুত করতে প্রয়োজনীয় সাংগঠনিক পরিবর্তন করছি।’
২০২৫ সালে মাইক্রোসফটের চতুর্থ দফা ছাঁটাই এটি। গত মে মাসেও প্রতিষ্ঠানটি প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করেছিল। ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি সরকারি ডেটাবেইস অনুযায়ী, এবারের ছাঁটাইয়ের মধ্যে আট শতাধিক পদ শুধু রেডমন্ড এবং বেলভিউ শহরে, যেগুলো মাইক্রোসফটের প্রধান কেন্দ্রগুলোর মধ্যে পড়ে।
প্রতিষ্ঠানটি কোন বিভাগগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তা নির্দিষ্ট করে না বললেও বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, তাদের এক্সবক্স ভিডিও গেম ইউনিট এই ছাঁটাইয়ের বড় অংশে পড়তে পারে।
মাইক্রোসফট জানিয়েছে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগ করছে। এআই মডেল প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানটি প্রায় ৮০ বিলিয়ন ব্যয়ে বিশাল ডেটা সেন্টার তৈরি করছে।
গত বছর মাইক্রোসফট বিখ্যাত ব্রিটিশ এআই বিজ্ঞানী মোস্তাফা সুলেমানকে নিয়ে আসে ‘মাইক্রোসফট এআই’ নামে একটি নতুন বিভাগ চালু করতে। প্রতিষ্ঠানটির এক শীর্ষ নির্বাহী বিবিসিকে বলেন, ‘পরবর্তী অর্ধশতাব্দী মূলত এআই দ্বারা সংজ্ঞায়িত হবে, যা আমাদের কাজের ধরন ও পারস্পরিক যোগাযোগের রূপ বদলে দেবে।’
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































