• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মহাকাশে চীনা নভোচারীদের একদিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১১:২০ এএম
মহাকাশে চীনা নভোচারীদের একদিন

চীনের নতুন মহাকাশ স্টেশনে নিজেদের এক দিনের কাজকর্মের ভিডিও প্রকাশ করেছেন নভোচারীরা। ১৭ জুন তিনজন মহাকাশচারী পাঠায় চীন। বুধবার মহাকাশ স্টেশন থেকে পাঠানো এক ভিডিওতে তাদের খাওয়াদাওয়া, ঘুমসহ ২৪ ঘণ্টার বিভিন্ন কাজের চিত্র দেখা যাচ্ছে।

বিবিসি জানায়, মহাকাশ স্টেশনে রয়েছেন মহাকাশচারী নি হাইশেং, লিউ বোমিং ও তাং হংবো। ভিডিওতে সেখানে ভাসতে থাকা খাবারের বক্স থেকে তাদের খাবার খেতে দেখা যায়। তিন মাসের জন্য সেখানেই অবস্থান করবেন এই নভোচারীরা।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর এই প্রথম চীন নিজ উদ্যোগে মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। যদিও তিয়ানগং মহাকাশ স্টেশনের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। ৭ জুন শেনঝু-১২ মহাকাশ যানে করে পাঁচ বছর পর প্রথম মহাকাশ স্টেশনে নভোচারী পাঠায় চীন।

Link copied!