• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

বিনা মূল্যে ব্যবহার করা যাবে ‘উইন্ডোজ ১১’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১১:১০ এএম
বিনা মূল্যে ব্যবহার করা যাবে ‘উইন্ডোজ ১১’

‘উইন্ডোজ ১০’ বাজারে ছাড়ার পর মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল তারা আর কোনো নতুন অপারেটিং সিস্টেম আনবে না। শুধু পুরোনো উইন্ডোজটি আপডেট করবে। তবে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি অচিরেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় নতুন উইন্ডোজ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। দীর্ঘতর হতে থাকে অপেক্ষার প্রহর। সেসব অপেক্ষা আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি ‘উইন্ডোজ ১১’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

নতুন উইন্ডোজের নকশায় যেমন পরিবর্তন আনা হয়েছে, তেমনি পরিবর্তন আনা হয়েছে ফিচারেও। তবে সবচেয়ে বড় যে সুবিধা রাখা হয়েছে এই অপারেটিং সিস্টেমে তা হলো ‘উইন্ডোজ ১০’ ব্যবহারকারীরা বিনা মূল্যেই ব্যবহার করতে পারবেন ‘উইন্ডোজ ১১’।

মাইক্রোসফটের উইন্ডোজ দলের প্রধান পানোস পানয় জানান, ‘উইন্ডোজ ১০’র ব্যবহারকারীরা বিনা মূল্যেই ‘উইন্ডোজ ১১’ ব্যবহার করতে পারবেন। শুধু নিজের উইন্ডোজটি আপডেট করে নিলেই হবে। এ জন্য বাড়তি কোনো অর্থ খরচ করতে হবে না।

মাইক্রোসফটের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘উইন্ডোজ ১০’ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের কম্পিউটারে নূন্যতম কনফিগারেশন থাকলেই ‘উইন্ডোজ ১১’ স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে। তবে এ জন্য অবশ্যই ব্যবহারকারীকে তাদের কম্পিউটারের উইন্ডোজ আপডেট অপশন চালু রাখতে হবে।

‘উইন্ডোজ ১১’ ব্যবহার করার জন্য ব্যবহারীর কম্পিউটারটিতে অবশ্যই ৬৪ বিট অপারেটিং সিস্টেম সমর্থন থাকতে হবে। এছাড়া র‌্যাম হতে হবে অন্তত ৪ গিগাবাইট এবং হার্ডডিস্কে জায়গা ফাঁকা থাকতে হবে ৬৪ জিবি।

এবারই প্রথম ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফট এমন সুবিধা দিচ্ছে না। এর আগে ‘উইন্ডোজ ১০’ যখন বাজারে ছাড়া হয়েছিল তখন ‘উইন্ডোজ ৭’ ও ‘উইন্ডোজ ৮’ ব্যবহারকারীদের জন্য তা সীমিত সময়ের জন্য বিনা মূল্যে দিয়েছিল মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

ঠিক কবে নাগাদ ‘উইন্ডোজ ১১’ বাজারে আসবে তা এখনো জানায়নি মাইক্রোসফট। তবে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি আশা করছে আসছে বড়দিনের ছুটি থেকে ‘উইন্ডোজ ১০’ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ কম্পিউটারগুলোতে ‘উইন্ডোজ ১১’ আপডেট দেয়া শুরু করবে।

Link copied!