লিড গ্রিন গোল্ড স্বীকৃতি পেল ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেড (ডিপিপিএল)। ইউএস গ্রিন বিল্ডিং দ্বারা পরিচালিত লিড গ্রিন বিল্ডিং রেটিংয়ের শর্তপূরণ করায় প্রতিষ্ঠানটি এ সম্মান অর্জন করে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) এ উপলক্ষে কুমিল্লা চান্দিনা উপজেলার বেলাশ্বর এলাকায় অবস্থিত ডিপিপিএল সেন্টারে দিনব্যাপী বার্ষিক মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৯টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিপিপিএলের এমডি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসার মো. কামরুল ইসলাম চৌধুরী, ডিজাইন অ্যান্ড সোর্স লিমিটেড (ডিএসএল) গ্রুপের চেয়ারম্যান কাজী মাহজাবিন মমতাজ, ডিএসএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, গ্রুপ ডিরেক্টর আয়েশা আক্তার, ডিপিপিএল গ্রুপের পরিচালক মো. আলমগীর হোসাইন।
এছাড়াও ডিপিপিএল গ্রুপের মানবসম্পদ এবং কমপ্লায়েন্স ব্যবস্থাপক মুনান তালুকদার ও ফারহানা আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন আয়মান বাহার সুচি, ডিপিপিএলের টেকনিক্যাল ও প্রোডাকশন বিভাগের পরিচালক এমএইচ হুমায়ুন, এইচ আর অ্যান্ড কমপ্লায়েন্সের মহাব্যবস্থাপক এমএ হাদী, প্রোডাকশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আল আমিন মিয়া, ওয়াশিং বিভাগের মহাব্যবস্থাপক মো. সারওয়ার হোসেন রুবেল, কোয়ালিটি বিভাগের মহাব্যবস্থাপক মো. নুর আলম, প্রোডাকশন ম্যানেজার মো. সাইফুল ইসলাম প্রোডাকশন ম্যানেজার মো. আশরাফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো.মফিজুল ইসলামসহ ডেনিম প্রসেসিং প্লান্ট কারখানার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীরা।
এদিকে বিকেলে দেশের জনপ্রিয় শিল্পী ও ডেনিম প্রসেসিং প্লান্ট পোশাক কারখানার শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।