• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

দ. কোরিয়ায় নতুন রাষ্ট্রদূত দেলোয়ার, মেক্সিকোতে আবিদা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৪:২৮ পিএম
দ. কোরিয়ায় নতুন রাষ্ট্রদূত দেলোয়ার, মেক্সিকোতে আবিদা

দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় নিয়োগ পেয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। বর্তমানে যিনি মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক হিসেবে কর্মরত। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আবিদা ইসলামকে মেক্সিকোর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আবিদা ইসলাম মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে তিনি কোস্টারিকা, ইকুয়েডর, গুয়েতেমালা ও হন্ডুরাসে দেশের স্বার্থ সংরক্ষণ করবেন। 

আবিদা ইসলাম এর আগে লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কলকাতায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন।

এদিকে ১৭তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন প্যারিস, ত্রিপোলি, থিম্পু ও বেইজিংয়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করা দেলোয়ার হোসেন একজন প্রকৌশলী। তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সর্ম্পকের ওপরে ডিপ্লোমা করেছেন।

Link copied!