• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

ঈদের নামাজ আদায়ে করোনার বিধি ভাঙায় ৪৮ বাংলাদেশি গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ০১:৪৩ পিএম
ঈদের নামাজ আদায়ে করোনার বিধি ভাঙায় ৪৮ বাংলাদেশি গ্রেপ্তার

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের ক্ষেত্রে করোনার বিধিনিষেধ ভাঙার অভিযোগে মালয়েশিয়ায় ৪৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৪৮ জনই বাংলাদেশি।

মালয়েশিয়ার সংবাদ সংস্থা ‘দ্য স্টার অনলাইনের’ প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২১ জুলাই) সকালে তাদের আদালতে তোলা হয়। আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছেন। এরআগে মঙ্গলবার (২০ জুলাই) ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়।

মালয়েশিয়ার পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় একশ মানুষকে জামাতে নামাজ আদায়ের জন্য প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ। লোক সংখ্যা বেশি হওয়ায় অনেকেই মসজিদে প্রবেশ করতে পারেননি। অনেকেই মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করেন। তাদের বেশিরভাগই বাংলাদেশি।

মালয়েশিয়ার এক পুলিশ কর্মকর্তা বলেন, করোনার বিধিনিষেধ ভেঙে মসজিদের বাইরে জমায়েত হয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪৮ জনই বাংলাদেশি এবং একজন মালয়েশিয়ার স্থানীয় অধিবাসী। বাংলাদেশিদের বয়স ২০ থেকে ৪৩ বছরের মধ্যে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন বলেছেন, গ্রেপ্তারকৃতরা কোনো ছাড় পাবে না। প্রয়োজনে এসব অভিবাসীদের দেশে পাঠানো হবে।   
 

Link copied!