দিনকে দিন নিম্ন ও মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় বাজারমূল্য। চাল, ডাল, ভোজ্যতেলসহ অন্যান্য দ্রব্যমূল্যর আকাশ ছোঁয়া দামে নাকাল হতে হচ্ছে স্বল্প আয়ের মানুষদের। তাই তাদের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাকই এখন মূল ভরসার জায়গা। রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবির ট্রাক প্রয়োজনীয় দ্রব্য বাজার মূল্যর চেয়ে কিছুটা কমেই এই সকল ভোক্তাদের কাছে পৌঁচ্ছে দিচ্ছে প্রতিদিন। এলাকা ভিত্তিক সময় নির্ধারন করেই পাওয়া যাচ্ছে এই সুলভ মূল্যর পণ্যর ট্রাক। গত ৬ জানুয়ারি, বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সাবরিনা মুন্নী।