• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

টিসিবি’র পণ্য কিনতে ভিড়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৪:৩৫ পিএম
টিসিবি’র পণ্য কিনতে ভিড়

দিনকে দিন নিম্ন ও মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় বাজারমূল্য। চাল, ডাল, ভোজ্যতেলসহ অন্যান্য দ্রব্যমূল্যর আকাশ ছোঁয়া দামে নাকাল হতে হচ্ছে স্বল্প আয়ের মানুষদের। তাই তাদের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাকই এখন মূল ভরসার জায়গা। রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবির ট্রাক প্রয়োজনীয় দ্রব্য বাজার মূল্যর চেয়ে কিছুটা কমেই এই সকল ভোক্তাদের কাছে পৌঁচ্ছে দিচ্ছে প্রতিদিন। এলাকা ভিত্তিক সময় নির্ধারন করেই পাওয়া যাচ্ছে এই সুলভ মূল্যর পণ্যর ট্রাক। গত ৬ জানুয়ারি, বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সাবরিনা মুন্নী।

টিসিবি পণ্যবাহী ট্রাক থেকে ভোজ্যতেল ও আটা কিনছেন এক ব্যক্তি।
নারী ও পুরুষের পৃথক দুইটি লাইন করেই ভোক্তারা সুশৃঙ্খলভাবে পণ্য কিনে নিয়ে যান।
টিসিবি পণ্যবাহী ট্রাক থেকে পণ্য কিনতে টাকা হাতে করে লাইনে দাঁড়িয়ে আছেন ব্যক্তি।
মা ও ছেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনে বাড়ি ফিরছেন।
টিসিবি ট্রাকে মসুরের ডাল পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৬০ টাকায়।
সয়াবিন তেলের চাহিদা ভোক্তাদের কাছে সবচেয়ে বেশি। প্রতি লিটার ১১০টাকা কিনছেন ভোক্তারা।
দুই ঘণ্টা ধরে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছেন রেলগেটের বাসিন্দা আসমা বেগম। অপেক্ষা করতে করতে একসময় শিশুটি মায়ের কোলেই ঘুমিয়ে পড়ে।
টিসিবি পণ্য কেনার জন্য সকাল থেকেই নারী-পুরুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকেন।
শিশুকন্যাকে নিয়ে এসেছিলেন বাজার করতে।
প্রয়োজনীয় বাজার শেষে বাড়ি ফিরছেন এক ক্রেতা।

 

Link copied!