‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় সবজি মেলা। বিকাল ৩টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে মেলার উদ্বোধন করা হয়। গত বছর করোনা ভাইরাস মহামারির কারণে সবজি মেলার আয়োজন করা যায়নি। এর আগের বছর ২০২০ সালের জানুয়ারি মাসে পঞ্চমবারের মেলার আয়োজন হয়েছিল। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বর থেকে ছবি তুলেছেন সাবরিনা মুন্নী।
শীতকালীন সবজি দিয়ে সাজানো হয়েছে একটি ডেমো
মৌসুমি সবজি দিয়ে সাজানো হয়েছে একটি ডেমো
মেলা শুরু হলেও বিভিন্ন স্টলের সাজসজ্জা এখনো চলছে
মেলায় লাগানো সবজিতে পানি দিচ্ছেন একজন ভলেন্টিয়ার
বাড়ির আঙ্গিনায় লাগানো সবজির মডেল দেখছেন এক দর্শনার্থী
তরতাজা সবজি এই মেলার মূল আর্কষণ
মাশরুমের তৈরি বিভিন্ন পণ্য দেখা গেছে মেলায়
মেলায় পছন্দ মতো সবজি দেখছেন দর্শনার্থীরা
২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চলবে এই মেলা