অবশেষে বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজ, মাদ্রাসা ও সম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। করনার সংক্রমণ কমায় দেশের শিক্ষা প্রতিষ্ঠান আজ (২২ ফেব্রুয়ারি) থেকে খুলে দেওয়া হয়েছে। তবে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হবে আরও কিছু দিন পর। ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি শিক্ষা কার্যক্রম সশরীরে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সাবরিনা মুন্নী।
অভিভাবকের সঙ্গে স্কুলে যাচ্ছে এক শিক্ষার্থী।
করোনা সংক্রমণ রুখতে শিক্ষার্থীদের মুখে মাস্কের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সকল ক্লাস খুলে দেওয়া হয়েছে আজ থেকে।
স্কুল গেটে নেওয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষা বিধি।
শিক্ষার্থীদের তাপমাত্রা পরীক্ষা করেই স্কুলের ঢোকার অনুমতি মিলছে।
সব শিক্ষার্থীকে করোনার টিকার কার্ড দেখাতে হচ্ছে।
স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে।
নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনেই স্কুলের প্রবেশ করছে শিক্ষার্থীরা।
স্কুল শেষে মুখে মাস্ক পরেই বাড়ি ফিরছে।