• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

নতুন রূপে ঢাকা গেট


রিয়াদুর রহমান পিনজু
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৪, ০৬:৩২ পিএম
নতুন রূপে ঢাকা গেট
সম্প্রতি সংস্কার শেষে নতুন করে উদ্বোধন হলো ঐতিহাসিক ঢাকা গেট। এটি মীর জুমলা গেট, ময়মনসিংহ গেট বা রমনা গেট নামেও পরিচিত ছিল। ছবি : সংবাদ প্রকাশ
ঢাকা গেট ঠিক কবে, কারা, কী উদ্দেশ্যে নির্মাণ করেছিল এ নিয়ে ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ছবি : সংবাদ প্রকাশ
এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ঢাকা কোষে বলা হয়েছে, মীর জুমলা ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে এটি নির্মাণ করেছিলেন। ছবি : সংবাদ প্রকাশ
ঐতিহাসিক নিদর্শন মীর জুমলার কামান নতুন করে বসানো হয়েছে ঢাকা গেটের প্রবেশ ফটকে।
এর মূল কাঠামোয় ছিল একটি পিলার ও তার দুদিকে ঢালু দেয়াল। দেয়ালগুলোকে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে সাহায্য করেছে দুপাশে আরো দুটি করে পিলার। ছবি : সংবাদ প্রকাশ
১৮২৫ সালে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট চার্লস ডাউস প্রথমবার এটির সংস্কারের উদ্যোগ নেন। সেসময় এটি রমনার প্রধান প্রবেশ পথ হয়ে পড়ে। ছবি : সংবাদ প্রকাশ
ঢাাক গেটের পাশেই রয়েছে জাতীয় তিন নেতার মাজার। ছবি : সংবাদ প্রকাশ
Link copied!