• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

৭ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে কাজ করছে দূতাবাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ১০:০৭ এএম
৭ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে কাজ করছে দূতাবাস

লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহতদের মধ্যে ৭ বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে ইতালির বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (২৮ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দূতাবাসের কাউন্সিলর এরফানুল হকের নেতৃত্ব দুই সদস্যের প্রতিনিধি দল ইতালির লাম্পেডুসার ডেপুটি মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা যায়।

দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আদালতের অনুমতির বাধ্যবাধকতা থাকায় এখনও অভিবাসনপ্রত্যাশী ৭ বাংলাদেশির মরদেহ দেখা সম্ভব হয়নি। তবে প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার হওয়াদের বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়েছে। মরদেহ শনাক্ত করে বাংলাদেশে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

গত ২৫ জানুয়ারি লিবিয়া হয়ে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত হন ৭ বাংলাদেশি। এদিকে ইতালি দূতাবাসের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশী ২৮৭ জনের মধ্যে ২৭৩ জনই বাংলাদেশি।

Link copied!