রাজধানীর তেজগাঁও থানার কাওরান বাজার এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ওসমান গনি।
শুক্রবার (১১ জানুয়ারি) ডিবি মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম এ তথ্য নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন খান নাদিম বলেন, “গতকাল (বৃহস্পতিবার) রাতে আমাদের কাছে গোপন তথ্য আসে কয়েকজন মাদক কারবারি কাওরান বাজার এলাকার পেট্রোবাংলা ভবনের সামনের রাস্তায় বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ওপর ভিত্তি করে পেট্রোবাংলা ভবনের সামনে অভিযান পরিচালনা করি। অভিযানের সময় পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ওসমানকে গ্রেপ্তার করা হয়।”
এ সময় জিজ্ঞাসাবাদে ওসমান ডিবিকে জানায়, ওসমান দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে তেজগাঁও থানাসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করত।
গ্রেপ্তারের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রুজু হয়েছে। মামলায় রিমান্ড আবেদন করে ওসমানকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।