• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৩


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৩:১১ পিএম
৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি লালবাগ বিভাগ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) মতিঝিল বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মো. রোমান হাসান ওরফে লিমন, পারভীন ওরফে হালিমা ও দীল বাহার।

ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসুদন দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।

আটকদের নামে মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Link copied!