আগামী বছরের ২৬ মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর মন্ত্রী সাংবাদিকের এ কথা জানান।
মন্ত্রী বলেন, “বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতি। বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা আশাবাদি যে, আগামী ২৬ মার্চের মধ্যেই আমরা এই তালিকা প্রকাশ করতে পারব। যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই সব দেশে বুদ্ধিজীবীদের হত্যাকারীরা পালিয়ে রয়েছে। কূটনৈতিকভাবে চেষ্টা করছি, সেই আসামিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার।”
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তাদের পক্ষ থেকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। পরে একে একে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য় শহীদ বেদি খুলে দেওয়া হয়। সাধারণ জনতা এ সময় শহিদ বেদিতে ফুল দিয়ে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন।
এর আগে সোমবার (১৩ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে পতাকা মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “৭ মার্চে আমরা স্বাধীনতা পেয়েছি। এরপর কে কী বলল, সেটা কোনো বিষয় না। বঙ্গবন্ধুর ডাকে কেউ সেদিন থেমে ছিলেন না। তেজগাঁও থানায় দুই কনস্টেবল অস্ত্র নিয়ে চলে এসেছিল যুদ্ধে। বঙ্গবন্ধুর ডাকে সারা দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছিল বলেই ৯ মাসে আমরা স্বাধীনতা পেয়েছি।”
মন্ত্রী আরও বলেন, “মুক্তিযুদ্ধে ভারতীয় ১৬ হাজার সৈনিক প্রাণ দিয়েছে সেটিও আমাদের মনে রাখতে হবে। এ জন্য আমি বন্ধুপ্রতিম দেশের প্রতি কৃতজ্ঞ।”