স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপনে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার (১৭ ডিসেম্বর) নিজ দেশে ফিরবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
দুপুর ১২টা ৪০ মিনিটে ভারতের রাষ্ট্রপতি ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর আগে তিনি সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন রমনা কালীমন্দিরের নতুন বর্ধিত অংশ উদ্বোধন করবেন। পুরো মন্দির পরিদর্শন শেষে তিনি হোটেলে ফিরে যাবেন।
বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সবিতা কোবিন্দ।
রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে ১৬ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেন। এরপর বিকেলে অংশগ্রহণ করেন জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে।