• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

হুজির প্রধান মুফতি হান্নানের ভাই গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০২:২৫ পিএম
হুজির প্রধান মুফতি হান্নানের ভাই গ্রেপ্তার

আলোচিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজিবি) প্রধান মুফতি হান্নানের ভাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অন্যতম সংগঠক মুন্সি ইকবাল আহমেদকে (৬২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১১ মার্চ) ঢাকার অদূরে সাভার থানাধীন রাজাশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইকবাল আহমেদ স্বীকার করেছে, সে একসময় হরকাতুল জিহাদের নেতা ছিল। ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল মাজারে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনার পর জঙ্গি সংগঠনটির ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কারণে তারা আনসার আল ইসলামের সঙ্গে কাজ শুরু করে। বর্তমানে সে আনসার আল ইসলামের অন্যতম সংগঠক হিসেবে কাজ করে যাচ্ছে।”

মোজাম্মেল হক আরো বলেন, “সংগঠনের অন্য আরো পাঁচ থেকে ছয় জন সদস্যের সঙ্গে ১১ মার্চ রাতেও সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছে বলেও জিজ্ঞাসাবাদে ইকবাল আহমেদ জানিয়েছে। সংগঠক হিসেবে অন্য সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন করে আসছিল সে।”

এই র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তার মুন্সি ইকবাল গোপালগঞ্জ জেলার স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পর্যন্ত পড়ালেখা করেছে। পরে ঢাকার সাভার থানা এলাকায় বসবাস শুরু করে। সে আলোচিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ-হুজিবি প্রধান মুফতি হান্নানের ভাই।

আনসার আল ইসলামের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য দেশে এবং দেশের বাইরে আফগানিস্তান থেকে প্রশিক্ষণসহ নতুন নতুন কৌশল রপ্ত করেছে এই জঙ্গি নেতা। মুন্সি ইকবাল আহমেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাস ও নাশকতার সংশ্লিষ্ট চারটি মামলা রয়েছে বলে জানান এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক।

Link copied!