রাজধানীর বাড্ডায এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মো. সাইদ হাসান (৩৭) মারা গেছেন।
বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টায় চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, “ভোরে বাড্ডা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ চার জন আমাদের এখানে এসেছিল। তাদের মধ্যে সাইদ হাসান সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৯8 শতাংশ দগ্ধ হয়েছিল।”
এর আগে বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধ হয়। দগ্ধ তিন জনের ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।