• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

সায়েদাবাদে সড়ক দুর্ঘটনায় নিহত ১


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৯:০৫ এএম
সায়েদাবাদে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (৪৬) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২ মার্চ) দিবাগত রাত ১টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম বিষয়টি নিশ্চিত করেন।

এসআই সাদ্দাম বলেন, ‍“খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন।”

সাদ্দাম আরও বলেন, “আমরা জানতে পেরেছি রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি গাড়ি তাকে চাপা দেয়। তবে কি গাড়ি তাকে চাপা দিয়েছে সে বিষয়ে কিছু জানতে পারিনি। আমরা তার কাছে থাকা একটি পরিচয়পত্র থেকে নাম জানতে পারি।”

নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Link copied!