মাস্ক দেখানোর জন্য নয়, নিজের স্বার্থেই ব্যবহার করতে হবে। সবাইকে সুরক্ষিত রাখতেই অবশ্যই মাস্ক পরতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকার উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শনিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের ডিএনসিসির আঞ্চলিক অফিসের সামনে ১০ দিনব্যাপী জনসচেতনতামূলক ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র আতিক বলেন, “নিজের পরিবার সুস্থ থাকলে, অন্যের পরিবারও সুস্থ থাকবে। ইতোমধ্যে আমরা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ৩২ লাখ মাস্ক বিতরণ করেছি। আজকে থেকে প্রায় তিন লাখ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করেছি। মাস্ক পরার জন্য জনগণকে আমরা উদ্বুদ্ধ করছি, বিভিন্ন মার্কেট ও হোটেলে যাচ্ছি।”
আতিকুল ইসলাম বলেন, “আজ থেকে আমরা সচেতনতা সৃষ্টি করতে এ ক্যাম্পেইন শুরু করেছি। এতে আমরা ৫ লাখ মাস্ক বিতরণ করব। যদি প্রয়োজন হয় তাহলে ক্যাম্পেইনের সময় এবং মাস্ক বিতরণের সংখ্যা আরও বাড়াব। এছাড়া প্রথমে আমরা সচেতনতা তৈরির পর আমাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান পরিচালনা করব।”
ডিএনসিসির মেয়র আরও বলেন, “এ ক্যাম্পেইনের আওতায় ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের সংরক্ষিত ও সাধারণ মিলিয়ে মোট ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে ১০ দিনে প্রায় ৫ লাখ মাস্ক বিতরণ করা হবে। শপিং মল, বাসস্ট্যান্ড ও কাঁচাবাজারসহ জনসমাগমস্থলে এ ক্যাম্পেইন পরিচালিত হবে।”