• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
বোমা আতঙ্ক

শাহজালালে মালয়েশিয়ান ফ্লাইটের জরুরি অবতরণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০৯:৩৮ এএম
শাহজালালে মালয়েশিয়ান ফ্লাইটের জরুরি অবতরণ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা থাকার সন্দেহে  মালয়েশিয়ান একটি ফ্লাইটের জরুরি অবতরণ করা হয়েছে। তবে বিমানটিতে কোনো বোমা পাওয়া যায়নি।

বুধবার (১ ডিসেম্বর) রাত ১টা ৩০ মিনিটে  বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট বিমানবন্দরের নির্বাহী পরিচালক এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাত ১০টা ৪০ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা এমএইচ১৯৬ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। বিমানে বোমা  থাকার খবর পেয়ে ফ্লাইটটিতে তল্লাশি চালানো হয়।

বিমানবন্দর পরিচালক বলেন, “বোমা থাকার খবর পেয়েছি। সে তথ্য সঠিক ছিল না। তবু আমরা বিষয়টিকে হালকাভাবে নিইনি। সন্ধ্যা সাড়ে ৭টায় র‌্যাবের কাছ থেকে খবর পাই। র‌্যাব জানায়, মালয়েশিয়া থেকে ‘সন্দেহভাজন’ এক ব্যক্তি ‘সন্দেহজনক বস্তু’ নিয়ে ঢাকায় আসছেন। এরপরই বিমানবাহিনীকে খবর দেওয়া হয়। তাদের বিশেষায়িত সন্ত্রাসবাদ প্রতিরোধ দল অল্প সময়ের মধ্যেই সেখানে চলে আসে।”

পরিচালক আরও বলেন, “আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। স্টান্ডার্ড অব প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, প্রথমে আমরা যাত্রীদের অফলোড করি। তারপর তাদের তল্লাশি করি। বিমানের দুটি লাগেজ কম্পার্টমেন্টেও তল্লাশি করা হয়েছে। বিপজ্জনক কিংবা বোমাসদৃশ কিছুই পাওয়া যায়নি।”

বিমানবন্দর সূত্র জানায়, রাত সাড়ে ১২টায় ফ্লাইটটিকে নিরাপদ ঘোষণা করা হয়। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

Link copied!