শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতীকী অনশন শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেন ছাত্রদল নেতারা।
এদিকে সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
তারা জানান, আন্দোলনে আর্থিক জোগান নিশ্চিত করতে রকেট, নগদ, বিকাশ, ব্যাংক অ্যাকাউন্টসহ মোট ছয়টি অ্যাকাউন্ট থেকে তারা কোনো লেনদেন করতে পারছেন না। এই ফোন নম্বরগুলো থেকে কল দিতে পারছেন না এবং কোনো কল ঢুকছে না। শাবিপ্রবির যেকোনো কর্মসূচিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা যৌথ উদ্যোগে ফান্ড তৈরি করে থাকেন। এ আন্দোলনেও সেভাবেই অর্থ সংগ্রহ চলছিল। তবে সোমবার সন্ধ্যার পর থেকে এসব নম্বরে আর কোনো লেনদেন করা যাচ্ছে না।
অনশনে উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্যসচিব আমানউল্লাহ আমানসহ কেন্দ্রীয়, ঢাবি ও অন্যান্য ইউনিটের প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী।
ফজলুর রহমান খোকন বলেন, “শাবিপ্রবির শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে প্রতীকী অনশনে বসেছি। তাদের প্রতি দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন রয়েছে।”
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আরও বলেন, “শাবিপ্রবি ভিসির দ্রুত পদত্যাগ দাবি করছি আমরা। আমাদের অনশন কর্মসূচি বিকেল তিনটা পর্যন্ত চলবে। যত দিন পর্যন্ত ভিসি পদত্যাগ না করবেন, তত দিন আমাদের আন্দোলন-সংগ্রাম চলবে।”
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলও সংহতি প্রকাশ করেছেন।
ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, “শাবিপ্রবি অনশনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগ দাবি জানাচ্ছি।”