• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য শুভ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ০৫:৪৭ পিএম
শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য শুভ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ শপথ গ্রহণ করেছেন। 

শনিবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে খান আহমেদ শুভ এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খান আহম্মেদ শুভ জয় লাভ করেন।

এর আগে গত বছরের ১৬ নভেম্বর এ আসনের চার বারের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়।
 

Link copied!