• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

লি‌বিয়া থে‌কে ফির‌লেন ১১৪ বাংলা‌দে‌শি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ১০:৫১ এএম
লি‌বিয়া থে‌কে ফির‌লেন ১১৪ বাংলা‌দে‌শি
ছবি: সংগৃহীত

লিবিয়ার পঞ্চান্ন নম্বর ডিটেনশন সেন্টারে আটক ১১৪ বাংলা‌দে‌শি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা অফিসের এক কর্মকর্তা বৃহস্পতিবার (৩ মার্চ) এ তথ্য নিশ্চিত ক‌রে‌ছেন।

ওই কর্মকর্তা বলেন, “লি‌বিয়ার ডি‌টেনশন ক্যাম্প থে‌কে ১১৪ বাংলা‌দে‌শি সকাল ৮টার দি‌কে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।”

লি‌বিয়াস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টার পর লিবিয়ার পঞ্চান্ন নম্বর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি‌দের মধ্য থে‌কে ১১৪ জনকে আইওএমর সহায়তায় দেশে প্রেরণ করা সম্ভব হয়েছে। আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের এক‌টি ফ্লাইটটি মেতিগা বিমানবন্দর হতে বুধবার (২ মার্চ) বিকালে রওনা ক‌রে‌ছে। ফ্লাইট‌টি বাংলা‌দে‌শি‌দের নি‌য়ে বৃহস্প‌তিবার ঢাকায় অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে বিদায় জানান।

এ সময় তিনি ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ এবং আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Link copied!