বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হচ্ছে। এজন্য আগামী দুই দিনে ক্রমান্বয়ে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামীকাল বৃহস্পতিবারের (২৫ নভেম্বর) মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আর ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কিলোমিটার।”
শুক্রবার পর্যন্ত তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলে জানান তিনি।
এদিকে বুধবার (২৪ নভেম্বর) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছীতে, ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুদুবদিয়ায়, ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।