সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ৫ ডিসেম্বর (রোববার) প্রতীকী লাশের মিছিল ও সারা দেশে মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। দুপুর ১২টায় রাজধানীর শাহবাগ থেকে কর্মসূচি হবে। পাশাপাশি সারা দেশে চলমান মানববন্ধন কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া ১০ ডিসেম্বর মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষার্থীরা।
শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর রামপুরায় নিরাপদ সড়ক আন্দোলন থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষণা করেন। নিরাপদ সড়ক আন্দোলন-২০২১-এর আহ্বায়ক শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়।
শিক্ষার্থী ইমজামুল হক বলেন, “সড়ক দুর্ঘটনায় অনেকে নিহত হচ্ছেন এবং অনেক ঘটনায় এখনো বিচারকাজ সম্পন্ন হয়নি বা অনেকে বিচার পাননি। এসবের প্রতিবাদে আমরা আগামীকাল (৫ ডিসেম্বর) প্রতীকী লাশের মিছিল করব।”
দাবি পূরণে জোর দিয়ে ইমজামুল হক আরও বলেন, “সড়ক ব্যবস্থাপনা রাষ্ট্রের একটি পার্ট। আমরা রাষ্ট্রের এই পার্টটি সংশোধন করার কথা বলছি। কোনো ব্যক্তি বা মহোদয়কে বিরোধিতা করে কথা বলছি না। আমরা বলছি, সিস্টেমের পরিবর্তন করেন, যা পরিবর্তন না করে শর্তারোপ করা হয়েছে।”
শিক্ষার্থীদের দাবি, “আমাদের দাবির পরিপ্রেক্ষিতে যে শর্তারোপ করা হয়েছে, তা আমরা মানছি না। আমরা চাই, সারা দেশে শিক্ষার্থীদের জন্য় হাফ ভাড়া করা হোক।”