রাজধানীর বিমানবন্দর মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় নাসির উদ্দিন নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ খবির উদ্দিন বলেন, “রাত পৌনে ১টার দিকে আমি সিএনজি নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পাশে বসে ছিলাম। তখন একটি মোটরসাইকেল দ্রুতগতিতে উল্টো পথে এসে বাইসাইকেল আরোহীকে ধাক্কা মারলে ওই লোকটি রোডের ওপর ছিটকে পড়ে। পরে আমরা স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃত ব্যক্তির পকেট থেকে এনআইডি কার্ড থেকে তার নাম-পরিচয় পাওয়া গেছে। মরদেহ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি ক্যান্টনমেন্ট থানাকে অবগত করা হয়েছে।