রাজধানীর ভাটারার ভাঙারির দোকানে লাগা আগুন প্রায় পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
রোববার (৬ মার্চ) দুপুর ১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস সদরদপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
কন্ট্রোল রুমের ডিউটি অফিসার বলেন, “ভাটারার বাশেরটেক বালুর মাঠ নয়ানগর এলাকায় সড়কের পাশে দোকানটিতে আগুন লাগে। দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর দুপুর ২টার দিকে পুরোপুরি নির্বাপণ করা হয়।”
এরশাদ হোসেন বলেন, “দোকানের ভেতর থেকে সবাই বের হয়েছেন বলে জানতে পেরেছি। এছাড়া এ পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পায়নি।”
তবে ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে ফায়ার সার্ভিস তদন্ত করছে বলে জানান তিনি।