• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট যুবক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০২:৫৫ পিএম
বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট যুবক
ফাইল ছবি

রাজধানীর মেরুল বাড্ডার বৌদ্ধমন্দিরের উল্টো পাশে দ্রুতগামী অজ্ঞাতনামা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মো. হাবিবুল্লাহ শেখ (২৫) নামের একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পেশায় একজন টাইলসমিস্ত্রি।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের শ্যালক মো. রাব্বি জানান, “আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে ছুটে আসি। পরে আমার দুলাভাইয়ের মরদেহ শনাক্ত করি। দুলাভাই পেশায় একজন টাইলসমিস্ত্রি। সকাল ৭টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি মেরুল বাড্ডা বৌদ্ধমন্দিরের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়, পরে মাটিতে লুটিয়ে পড়লে ওই গাড়ির চাকায় পিষ্ট হন।”

মো. রাব্বি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশায়। বাবার নাম মো. আসাদ আলীর শেখ। নিহত এক ছেলের জনক ছিলেন। মধ্য বাড্ডা এলাকায় স্ত্রী রানী আক্তারকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় টাইলসমিস্ত্রি ছিলেন।

বাড্ডা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম বলেন, “আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিসি ক্যামেরা ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।” 

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Link copied!