• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘বিদ্যুৎ-জ্বালানির দাম এখনই বাড়াতে চায় না সরকার‌’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০৫:৫৩ পিএম
‘বিদ্যুৎ-জ্বালানির দাম এখনই বাড়াতে চায় না সরকার‌’
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আমাদেরও লোকসান গুনতে হচ্ছে। আমরা চেষ্টা করছি ভর্তুকি দিয়ে হলেও স্থিতিশীল রাখতে। বড় পরিবর্তন হলে দাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। তবে সরকার এখনই বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়াতে চায় না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (১৪ মার্চ) বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স (এফইআরবি) ও বিসিপিসিএল যৌথভাবে এ মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “আমরা বিশ্বের দশম দেশ হিসেবে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্রের উদ্‌বোধন করতে যাচ্ছি। আমাদের ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন। শীত মৌসুমে বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা চলছে। পাশাপাশি ৬০ লাখ সোলার হোমস সিস্টেম স্থাপন করা হয়েছে।”

নসরুল হামিদ বলেন, “বিপিসি এখন দৈনিক ৮০ কোটি টাকা লোকসান দিচ্ছে। মাসে প্রায় আড়াই হাজার কোটি টাকা কতদিন এভাবে চালানো যাবে, সেটিই প্রশ্ন। দিন-রাতের মধ্যে ছয় হাজার মেগাওয়াট চাহিদার তারতম্য রয়েছে। এটা বেশ জটিল।”

এফইআরবি চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাওয়ার সেল-এর মহাপরিচালক মোহাম্মাদ হোসেন। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন এফইআরবি ইডি রিসান নসরুল্লাহ।

Link copied!