• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৩:২৩ পিএম
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহী বাস-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত ‍যুবকের নাম মো. জুম্মন (৩৫)। এ ঘটনায় রনি (৩৪) নামে আরও এক যুবক আহত হয়েছেন।

জানা গেছে, মোটরসাইকেল আরোহী জুম্মন ঢাকার দোহার উপজেলার শাহজাহানের ছেলে। বর্তমানে গেন্ডারিয়া ডিস্টিলারি রোডের ৭৮/এ/৩ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। নিহত জুম্মন দুই সন্তানের জনক ছিলেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুম্মনকে রাত সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন। আর রনি জরুরি বিভাগে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

নিহতের মামাতো ভাই মো. জনি জানান, “জুম্মন ও রনি সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। জুম্মনের শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে ঢাকায় আসার পথে ঢাকা-মাওয়া হাইওয়ের আব্দুল্লাহপুরে ধলেশ্বরী সেতু টোলপ্লাজার পাশে একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুম্মনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রনি চিকিৎসাধীন।

এ বিষয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, “ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুর এলাকা থেকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে জুম্মন নামে একজন মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।” 

এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

Link copied!