ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। অন্যদিকে হঠাৎ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার জারি করেছে বিধিনিষেধ। এমন ঊর্ধ্বগতির মধ্যেই চলছে মেলা। বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীসহ ক্রেতা-বিক্রেতার মধ্যে স্বাস্থ্যবিধি সচেতনতা দেখা যায়নি। কেউ মাস্ক থুতনিতে আবার কেউ মাস্ক ছাড়া অবাধে চলাচল করছেন। মেলা কর্তৃপক্ষ আর দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষকে সচেতন করার চেষ্টা চোখে পড়ার মতো।
শুক্রবার (১৪ জানুয়ারি) পূর্বাচলে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় অধিকাংশ দর্শনার্থী ও বিক্রেতারা মাস্ক ছাড়া অবাধ চলাচল করছেন।
ঢাকার উত্তরা থেকে হাবিবা রহমান এসেছেন পরিবার নিয়ে। মাস্ক ছাড়া পুরো পরিবার ঘুরে বেড়াচ্ছেন। করোনার এই সময়ে মাস্ক ছাড়া কেন ঘুরছেন, এমন প্রশ্নের জবাবে হাবিবা রহমান বলেন, “মাস্ক সঙ্গে ছিল। সকাল থেকে মেলায় আছি। অনেকক্ষণ মাস্ক মুখে থাকায় দম বন্ধ হয়ে আসছে। তাই মাস্ক খুলে ব্যাগে রাখছি।”
শাহজাদা গার্মেন্টসের বিক্রয়কর্মী মামুনের মুখে মাস্ক নেই। মাস্ক ছাড়াই প্রতিনিয়ত বিভিন্ন ক্রেতার সঙ্গে কথা বলছি। মামুন বলেন, “মাস্ক মুখে রেখে ক্রেতাদের সঙ্গে কথা বলা যায় না। তাই মাস্ক খুলে রাখছি।”
অন্যদিকে মেলার বিভিন্ন স্টলের মাঝখানে থাকা খালি জায়গায় মানুষের জটলা চোখে পড়ার মতো। কারও মধ্যে কোনো সচেতনতা দেখা যায়নি। দেখে মনে হচ্ছে এখানে করোনার কোনো ছোঁয়া নেই।
এদিকে মাস্ক পরতে সবাইকে সচেতন করছেন আনসার সদস্য আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন বলেন, “আমরা প্রতিনিয়ত সবাইকে মাস্ক পরার বিষয়ে সচেতন করার চেষ্টা করছি। কিন্তু কেউ কোনো কথা শুনছে না।”