• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্রাইভেটকার চালকের আত্মহত্যা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০৪:৪৯ পিএম
প্রাইভেটকার চালকের আত্মহত্যা
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় দেনার টাকা পরিশোধ করতে না পেরে নিজাম মৃধা (৪৫) নামে এক প্রাইভেটকার চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

সোমবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলায় বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

নিহতের বড় ছেলে সিফাত মৃধা বলেন, “আমার বাবা একজন প্রাইভেটকার চালক ছিলেন। তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। ওই টাকার জন্য বিভিন্ন সময় বাসায় আসত পাওনাদাররা। এ নিয়ে বাবা সবসময় হতাশায় থাকত। গতকাল (সোমবার) মা ছাদে কাপড় শুকাতে গেলে বাবা রুমে গলায় ফাঁস দেয়।”

সিফাত আরও বলেন, “পুলিশ এসে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।”

এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র রায় বলেন, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছি।”

কমলেশ চন্দ্র রায় আরও বলেন, “পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করছি দেনার টাকা মেটাতে না পেরে মানসিক চাপ থেকে হয়তো আত্মহত্যা করেছেন তিনি।”

Link copied!