• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

নিম্ন আয়ের মানুষ আজ অসহায় : ফখরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ০২:৫৮ পিএম
নিম্ন আয়ের মানুষ আজ অসহায় : ফখরুল

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষ আজ অসহায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (১১ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “দেশে গরিব মানুষের সংখ্যা বেড়ে গেছে, অথচ এ সরকার বলছে মানুষের ক্রয়ক্ষমতা কয়েক গুণ বেড়েছে। আসলে এ সরকার তথ্যসন্ত্রাস করছে, এ সরকারের জিডিপি প্রবৃদ্ধি সবই ভুয়া।”

বিএনপির মহাসচিব আরও বলেন, “চালের দাম তো বাড়তেই আছে। তেল ও পেঁয়াজের দামও বাড়ছে। কারণ আপনারা লুট করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন। আর এর সঙ্গে জড়িত সবাই আওয়ামী লীগের লোক।”

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ অসহায় হয়ে পড়েছে। আজকে সাধারণ মানুষের করুণ অবস্থা। সবকিছুর দাম বাড়ল কেন? কারণ আপনারা সব চুরি করছেন। চুরি বললে ভুল হবে, ডাকাতি করছেন। সাধারণ ডাকাতি নয় বর্গীদের ডাকাতি।”

Link copied!