অতীতের সরকারগুলো বিদেশি সংস্থার পরামর্শে দেশ চালাতো। আর আওয়ামী লীগ নিজেদের পরিকল্পনায় দেশ চালায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা উপলক্ষে আয়োজিত ‘জয় বাংলা’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “এই ‘জয় বাংলা’ স্লোগানের মধ্য দিয়ে আমাদের সংগ্রাম, সংগ্রাম থেকে মুক্তিযুদ্ধ এবং বিজয় অর্জন। আমাদের মুক্তি সংগ্রামের সময় যেমন অপপ্রচার, স্বাধীনতা অর্জনের পর সেটা থেমে থাকেনি, অর্থাৎ স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত সব সময় ছিল। যখন অনেক ষড়যন্ত্র করে মানুষের হৃদয় থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে পারেনি। তখনই আঘাত এলো ৭৫ এর ১৫ আগস্ট। হত্যার পর এই স্লোগানকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে।
শেখ হাসিনা বলেন, “এই ‘জয় বাংলা’ স্লোগান মানুষকে অনুপ্রেরণা দেয়। একটা গেরিলা যুদ্ধ যখন হয় শুধু রণাঙ্গণে যারা যুদ্ধ করে তারা নয়। দেশের অভ্যন্তরে থেকে অনেকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। সেই জয় বাংলা স্লোগান ৭৫-এ বন্ধ হয়ে যায়।”