ইভ্যালির মার্চেন্ট ও গ্রাহকরা জিম্মায় শর্ত সাপেক্ষে মোহাম্মদ রাসেলকে মুক্তি দিয়ে ব্যবসা পরিচালনা করতে দেওয়ার দাবি জানিয়েছে ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমার কোর্ডিনেশন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার ইউনিটির নসরুল হামিদ হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
লিখিত বক্তব্য ইভ্যালির মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমার কোর্ডিনেশনের সমন্বয়ক সাকিব ইসলাম বলেন, “প্রায় ৭৪ লাখ গ্রাহক, ৩৫ হাজারের বেশি বিক্রেতা এবং ৫ হাজারের বেশি স্থায়ী অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী ইভ্যালির সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। আমরা সবাই জানি ইভ্যালি বর্তমানে বাংলাদেশে প্রথম সারির জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান, সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে ডিজিটাল মার্কেট প্লেসে ভোক্তাদের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধকরণ এবং নতুন হাজার হাজার উদ্যোক্তা তৈরিতে ইভ্যালির ভূমিকা ছিল অগ্রগণ্য।”
সাকিব ইসলাম আরও বলেন, “কয়েকটি অভিযোগের ভিত্তিতে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং সিইও জনাব রাসেলকে কারাগারে রাখা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। ব্যবসায়ের পরিধি বড় হলে কিছু অভিযোগ বা সমন্বয়হীনতা থাকতে পারে। এই সংকট মোকাবেলা করতে ব্যর্থ হলে আমরা প্রায় ৫০ লাখ পরিবার ঋণগ্রস্ত হয়ে পথে বসব। আমাদের বিশ্বাস এই সংকট মোকাবেলায় সংশ্লিষ্ট সবার আলাপ-আলোচনার মাধ্যমে নিরসন করে সম্ভাবনাময় একটি প্রতিষ্ঠানকে ব্যবসা করার সুযোগ দিয়ে লাখ লাখ ভোক্তার স্বপ্ন পূরণ এবং হাজার হাজার উদ্যোক্তার ব্যবসা চালিয়ে যাওয়ার পথ সুগম হবে।”