• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

‘না’ রোগ হয়েছে বিএনপির: তথ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৯:০৩ পিএম
‘না’ রোগ হয়েছে বিএনপির: তথ্যমন্ত্রী

বিএনপির মধ্যে ‘না’ রোগ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

রোববার (১৯ ডিসেম্বর) বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের রজতজয়ন্তী ও ২৪ ঘণ্টার সম্প্রচার কার্যক্রম উদ্বোধনের আগে হাছান মাহমুদ একথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, “আমি দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে ‘না’ রোগ দেখা দিয়েছে। সবকিছুতে তারা ‘না’ বলে। সংলাপে যাবে না, নির্বাচনে যাবে না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে না। এখন আশঙ্কার মধ্যে আছি, কখন বিএনপিটাই নাই হয়ে যায়।”

বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বুদ্ধিমান ও জ্ঞানী মনে করতাম। কিন্তু তিনি দলকানা হতে গিয়ে বুদ্ধিহীন হয়ে গেছেন এবং জ্ঞান হারিয়ে ফেলেছেন।”

বিএনপি বাধা হয়ে না দাঁড়ালে দেশের আরও উন্নতি হত বলে দাবি করেন তথ্যমন্ত্রী আরও বলেন, “গত ৫০ বছরে বাংলাদেশ যেভাবে এগিয়েছে, সেটি পৃথিবীর সামনে একটি উদাহরণ।”

বাংলাদেশ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে এবং মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, মাথাপিছু আয়ে ভারতের চেয়েও এগিয়ে বলে মন্তব্য করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংসদ সাইমুল সারওয়ার কমল, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও রাউজান উপজেলার চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল।

Link copied!