বাংলাদেশ নৌবাহিনী শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে মর্যাদা লাভ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান-২০১৯ আলফা ও ডিরেক্ট এন্ট্রি অফিসার ২০২১ ব্রাভো ব্যাচের রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী বলেন, “জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ সব ক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা দেশের জন্য বিরল সম্মান ও মর্যাদা বয়ে এনেছে। তারা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।”
প্রশিক্ষণ শেষে নতুন কমিশন লাভ করা নৌ অফিসারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আত্মত্যাগ, সততা ও সঠিক নেতৃত্বের মন্ত্রে বলীয়ান হয়ে দেশের জন্য সদা প্রস্তুত থাকতে হবে। বিমানবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করতে হবে।”
শেখ হাসিনা আরও বলেন, “কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশমাতৃকার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার্থে তোমরা নিরলসভাবে কাজ করে যাবে বলে আমার বিশ্বাস। তোমাদের মনে রাখতে হবে, যে কঠোর প্রশিক্ষণ তোমরা শেষ করলে তা তোমাদের উৎকর্ষ অর্জনের সূচনামাত্র।”
সরকারপ্রধান আরও বলেন, “করোনা মহামারিতে নৌবাহিনীসহ সশস্ত্র বাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।”
এ জন্য সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।