• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দেশে মোট ভোটার ১১ কোটি ৩৩ লাখ : ইসি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৬:২৮ পিএম
দেশে মোট ভোটার ১১ কোটি ৩৩ লাখ : ইসি
ছবি: সংগৃহীত

দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন।

এদের মধ্যে নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭, পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪৫৪ জন।

বুধবার (২ মার্চ) বিকেলে নির্বাচন ভবনে ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই তালিকা প্রকাশ করা হয়।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের আইডিএ প্রকল্প (২য় পর্যায়) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম এ তথ্য জানান।

ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম বলেন, “চলতি বছরের ১ মার্চ পর্যন্ত ইসির সার্ভারে ১৫ লাখ ৬৬ হাজার ১০৩ জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। সেই হিসেবে বর্তমানে ইসির সার্ভারে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটার রয়েছেন।”

এ সময় অনুষ্ঠানে জানানো হয়, ইসির সার্ভারে সংরক্ষিত তথ্যের মধ্যে নারী ভোটার পাঁচ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। আর পুরুষ ভোটার পাঁচ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ৪৫৪ জন।

এর আগে ২০২১ সালের ২ মার্চ দেশের ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন।

Link copied!