সুচিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে এবং মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
সোমবার (২২ নভেম্বর) এ কর্মসূচি পালিত হবে। শনিবার (২০ নভেম্বর) পূর্ব ঘোষিত গণঅনশন শেষে এ ঘোষণা দেয় সংগঠনটি।
সংগঠনটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এইবার খালেদার মুক্তি কিংবা তাকে বিদেশে পাঠানোর অনুমতি না দেওয়া পর্যন্ত ঘরে ফিরব না।”
বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বারবার আবেদন করলেও ফ্যাসিস্ট সরকার সুযোগ দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
খালেদা জিয়াকে সরকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, “বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সুস্বাস্থ্য বিএনপি চেয়ারপারসনের মৌলিক অধিকার। কেন তাকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, সে জবাব সরকারকে দিতে হবে।”
গণঅনশনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ।