• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

থার্টি ফার্স্ট নাইটে বাইক থেকে পড়ে কিশোরীর মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ১০:০৫ এএম
থার্টি ফার্স্ট নাইটে বাইক থেকে পড়ে কিশোরীর মৃত্যু

থার্টি ফার্স্ট নাইটে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোছা. নুরে তারান্নুম মিলা নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিলা পুরান ঢাকার লালবাগের শেখ সাহেববাজার এলাকার হাবিবুর রহমানের মেয়ে।

মিলা যে মোটরসাইকেলে চড়েছিলেন তার চালক মো. ইয়াসিন বলেন, “নতুন বছর উপলক্ষে আমি ও মিলা মোটরসাইকেলে বেড়ানোর জন্য বের হই। ঘোরা শেষে ফেরার পথে ঢাকা-মাওয়া মহাসড়কে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যায় মিলা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!