• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

তুষারপাতে ফ্লাইট বাতিল, আসছে না হাদিসুরের লাশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ১১:১২ এএম
তুষারপাতে ফ্লাইট বাতিল, আসছে না হাদিসুরের লাশ

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ রোববার (১৩ মার্চ) আসবে না।

ইস্তাম্বুলে ভারী তুষারপাতের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় লাশ আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।

রোববার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করে দাউদ আলী আরও বলেন, “ভারী তুষারপাতের কারণে ইস্তাম্বুল থেকে ঢাকাগামী হাদিসুরের মরদেহবাহী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। আরেকটি ফ্লাইটে হাদিসুরের মরদেহ সোমবার পাঠানো হবে।”

এরআগে শনিবার (১২ মার্চ) রাতে দাউদ আলী বলেছিলেন, বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের লাশ ঢাকায় এসে পৌঁছাবে রোববার (১৩ মার্চ) দুপুরের দিকে। লাশ টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে রোমানিয়া থেকে স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে ঢাকার উদ্দেশে রওনা করেছে। হাদিসুরের মরদেহ বাংলাদেশ সময় ২টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।”

জানা যায়, ইউক্রেন থেকে হাদিসুরের মরদেহ মালদোভায় পৌঁছায় শুক্রবার। রোমানিয়ায় পৌঁছায় শনিবার সকালে। ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে হামলা করে রুশ বাহিনী। এতে নিহত হন নাবিক হাদিসুর।

৩ মার্চ জাহাজটি থেকে জীবিত ২৮ নাবিক ও নিহত হাদিসুরের মরদেহ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ৯ মার্চ রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে ২৮ নাবিককে দেশে ফেরত আনা হয়। 

Link copied!