• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৫


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ১১:৩৮ এএম
ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

ডিসি মো. ফারুক হোসেন বলেন, “এ সময় তাদের কাছ থেকে ১৬ হাজার ৬৯৮ পিস ইয়াবা, ২১৫ গ্রাম ৫৭৫ পুরিয়া হেরোইন ও  ১৮ কেজি ৯৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।”

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

Link copied!