রাজধানীর ধানমণ্ডি এলাকার শুক্রবাদে আকাশ রায় (২৪) নামে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।
মৃত আকাশ শুক্রাবাদ নিউ মডেল ডিগ্রি কলেজের পাশের একটি চতুর্থ তলা ভবনের মেসে থাকতেন। বুধবার ভোরে ভবনের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আকাশ রায় রংপুরের পীরগাছা উপজেলার ততরা গ্রামের রতন রায়ের ছেলে। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সে অনার্স করছিলেন।
সকাল পৌনে ৭টার দিকে আকাশকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকাশের বন্ধু পঙ্কজ রায় জানান, ভোরে বাসার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে আকাশ। কী কারণে সে এমনটা করেছে তা বলতে পারেননি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।”
বাচ্চু মিয়া আরও বলেন, “চার তলা থেকে লাফ দিলে শরীরে বড় ধরনের ইনজুরি থাকার কথা। কিন্তু সে রকম কোনো ইনজুরি পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, সেটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসবে।”