• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ডিএসসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় আরও একজনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ১২:০৫ পিএম
ডিএসসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় আরও একজনের মৃত্যু

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন কুমার গেণ্ডারিয়ায় থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান মিয়া জানান, বৃদ্ধকে চাপা দেয়া গাড়িটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা বহনের কাজে ব্যবহার করা হতো বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আরও বিস্তারিত জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। 

এর আগে গত ২৪ নভেম্বর গুলিস্তানে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় মৃত্যু হয় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে  সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এছাড়া, ওই ঘটনার একদিন পর ২৫ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবীর খান (৪৫) নামে এক সংবাদকর্মী মারা যান। 

Link copied!