রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২৭ জনুয়ারি) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তবে নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকেও জানানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।