চলতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন মাইনুদ্দিন ইসলাম দুর্জয়। এর মাঝে সোমবার (২৯ নভেম্বর) ছিল তার জন্মদিন। আর এই দিনেই ঘাতক বাস কেড়ে নিল এই কিশোরের প্রাণ।
সোমবার রাতে ১১টার দিকে রামপুরার পলাশবাগ এলাকায় অনাবিল বাসের চাপায় নিহত হন দুর্জয়। তার বাবা আবদুর রহমান রামপুরায় একটি চায়ের দোকান চালান। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
এদিকে ছেলের মৃত্যুর সংবাদে কান্নায় ভেঙে পড়েন দুর্জয়ের মা রাবেয়া বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “জন্মদিনে আমার ছেলে এভাবে চলে যাবে, মানতে পারছি না।”
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় অনাবিল বাসে চাপা পড়ে দুর্জয়। অনাবিল ও রাইদা পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করছিল।
এ ঘটনায় স্থানীয় জনতা বেশ কয়েকটি বাসে আগুন দেয় এবং ভাঙচুর করে। এতে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল এই রাস্তায়।