• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চেয়ারম্যান প্রার্থীর খিচুড়ি জব্দ করল প্রশাসন


সাভার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০২:৩৬ পিএম
চেয়ারম্যান প্রার্থীর খিচুড়ি জব্দ করল প্রশাসন

সাভার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গণজমায়েত ও গণভোজের আয়োজন করে আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে উপজেলার বনগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন মোল্লা বিরুদ্ধে। এ সময়উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ ঘটনাস্থলে পরিদর্শন করে এক পাতিল খিচুড়ি জব্দ করেন।  

রোববার (২৬ ডিসেম্বর) রাতে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় ইউসুফ মেম্বারের বাড়িতে এ গণভোজের আয়োজন করেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন।

জানা যায়, রাতে বনগাঁও ইউনিয়ন  ইউসুফ মেম্বারের বাড়িতে চার পাতিল খিচুড়ি রান্না করা হয়। এরপরে ওই খাবার দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী ও মোটরসাইকেল মার্কার ইউপি চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন মোল্লা নির্বাচনকে সামনে রেখে গণভোজের আয়োজন ওই মহল্লায়।

এ বিষয়ে আচরণ বিধি লঙ্ঘনের ব্যাপারে ইউপি চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন বলেন, “আমি বেড়াইদ এলাকায় পথসভা করেছি।” তবে গণভোজের বিষয়টি অস্বীকার করেন তিনি।  

এ ঘটনায় উপজেলার বনগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামান রেনু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনের জন্য ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। সেখান থেকে এক পাতিল খিচুড়ি জব্দ করা হয়েছে। গণভোজের কারণে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

Link copied!